কি পেয়েছি কি পাইনির
হিসেব ফেলে রেখে
আসোনা চিত্ত-নৃত্য করি
ফুলের পরাগ মেখে।


বছর যায় বছর আসে
কিই বা কাকে দিলাম!  
শুধু প্রেমের অকপটতাই
বুকের মাঝে নিলাম।


অনেক দূরের বন্ধু সবাই
চোখের দেখা কই?
মসির কালির অন্তরতায়
দগ্ধ পাঁজর থইথই।


জগৎ তাঁর নিয়ম মানে
মনটা বোঝে না তো!
আজ অবধি যারা গেল
বুঝল তাদের ক্ষত?


আর কিছু নয় বন্ধু শোনো
যোগ-মায়ায় টান
"সে"-ই খালি চুপটি থাকে
যিনি ত্রিভুবনের মহান----


(শুভ নবব্র্ষের আন্তরিক শুভেচ্ছা স্নেহ শ্রদ্ধা
জানাই আসরের সকল কবিবন্ধুদের। )