তোমার আমার ভালোবাসা
আবেগ ইমাজিনেই গড়া  
তবু দুজনে মনে-প্রাণে মিলি  
থাকলে থাকুক বাঁধার বেড়া।    
তোমার আমার ভালোবাসা
অনেকটা বৈশাখীর চাঁদ
দুজনে অবাধে সময় কাটাই
কই আসেনা তো অবসাদ!
কল্পনার জল-ধারাটা আজ
হয়েছে শুদ্ধ প্রেমের নদী
ওরা কবে শুকিয়ে যেত
আমরা দেখতাম না যদি ।
ইমাজিনের ভাবকে নিয়ে    
কুঁড়েঘরকে করেছি বৃন্দাবন
তুমি আমার মোহন বাঁশী
আমি রাধার বিরহী মন ।
আমি তোমার বাংলা কবিতা
তুমি আমার সকল ছন্দ
কবিতার মাঝে এমন প্রেম
কোরনা ভুলেও বন্ধু বন্ধ।
জগতের মাঝে কত কি যে-  
চাওয়া,নেই তার কোন শেষ
প্রণয় চাহিদাই চির অম্লান
সেটাই রয় অসীম অশেষ।  
কল্পনাতে ঘর বেঁধেছি,কি হবে
শুখনো বোর বাস্তবটা নিয়ে?
আমরা দুজনে সুনীলে উড়িনা
ওই ইমাজিনের ডানা দিয়ে!