কি যে আমার কথা আছে কাকে বলার
তা নিজেও জানিনা
কে যে আমার চোখ জলে ভরে দেয়
তার খবর তো রাখিনা।
দখিনা পবন ইশারা দেয় নীল দিগন্ত পারে,
শিহরণ বলে আগত বসন্ত
চেনা কথার পর্দা সরে গিয়ে দোলে নব চেতনার গীতি, যা জীবন্ত।
প্রতি নিয়ত কুশ্রী নীরসতার সাথে কলহ
ধূলিসাৎ আবেগ কাব্য
আপ্রাণ আগ্রহ বিশ্ব দেখার,জটাজাল ভরা,
কান্নার সরগম,ব্যথার বাদ্য।
নবাগত বাহার বাতাসে আকাশে,মাঠে খেলে
চিরাচরিত হরিতের দূত
ঠোঁটে ফুটে ওঠে ষোড়শীর লজ্জাতুর প্রেম,
নিশিদ্ধ কায়া-অবধুত।