জগতের সব কিছুই আপন স্বার্থ নিয়ে দেখি
বলেই আমরা ঈশ্বর কে পাইনা,
তাঁর আসল মিরাকল আমাদের কাছে হেয় নগন্য বলে মনে হয়;
চন্দ্র সূর্যের উদয়, জোয়ার ভাটা, ষড়্ঋতু, এসব তো বাদই, নিজের জীবনের প্রতি নিয়ত ঘটে যাওয়া ঘটনা গুলোকেও মনে অনুধাবন করতে পারিনা।


যদি বলি, আমি "রীনা বিশ্বাস" সভ্রান্ত সভ্য কুলে জন্ম নিয়ে এক আনন্দ নিকেতনে আছি; আর রেডলাইটের পোড় বস্তিতে কেন আমারই মতো একটি নারী প্রতি রাতে অসহ্য যাতনা সয়ে দেহ বিক্রি করে??


একটি কুকুর, বা বিড়াল বড় লোকের ঘরে আদর পায়, আবার কোনটা রাস্তায় পথচারীদের পদাঘাত খেয়ে বেঁচে থাকে?


ঈশ্বর নেই, বা তাঁর বিচার নেই, ভাবাটাই মনে হয় এই সামান্য যুক্তির বিষয়,
অভিমান অন্যদের মতো আমারও হয়,তবে খুব সাময়ীক--
অভিমান তো প্রিয়র উপরই বর্ষিত হয়----
অভিমান আর অবিশ্বাস এক নয়,শাস্ত্র মতে
ভালো মন্দ আমাদের কর্মফলই---