আমি এক হাসি আনন্দ আর নৃত্য
গানের দেশে থাকতাম
সেখানে ফুল ফোটাকে দেখতাম...
এক গানের দেশে বসে কত গান
ভৈরবী আশাবরীতে গাইতাম
শরত বসন্তে উচ্ছল নাচ নাচতাম...
কবিতার দেশে ঝর্ণা কলমে হাজার
প্রেমের কবিতা লিখতাম...
এক হাসির দেশে অগণিত বন্ধুর সাথে
দিনে রাতে শুধুই হাসতাম
আনন্দে বেপরোয়া দিন কাটাতাম...


আজ যে রুক্ষ শুষ্ক দেশে থাকি
সেখানে সব কিছুই ফাঁকি আর ফাঁকি
মনকে বুঝের জ্ঞানে ভুলিয়ে রাখি...
হৃদয়কে অনুভবে বলি ‘সব মেকী...’  
যন্ত্র-মানবের প্রেম বিশ্বাস আছে কি?
নিরন্ন বাস্তুহারার কান্না কি দিয়ে ঢাকি?
মন বলে, ‘আবার সেদেশে যাবি নাকি’?



(সকলের ছেলেবেলাটা কত আনন্দে কাটে।
বয়স বাড়ার সাথে সাথেই মাথায় জমতে থাকে
দেশ সমাজ সংসারের নানা চাপ। সেই ফেলে আসা
দেশের সাথে চলমান জীবনের মিল খুব কমই মেলে)