দোর্দণ্ড বেগে বাতাস এসে
উড়িয়ে দিল আঁচল
মেঘের সাথে মন ময়ুরী
নাচল ছল ছল--
কেউ তো নেই, কার হাত ধরি!
ভাবনা যেই এলো
কদম তলে আবছায়ায় যেন
কে এসে দাঁড়ালো!  
দীপক রাগে বাজল বাঁশি  
মন হল উড়ুউড়ু
ইঙ্গিতে সে ডাকল না কি!
কৃষ্ণ প্রেমের গুরু---
হাত টি যদি দেয় বাড়িয়ে
যাবো নিরুদ্দেশে
একদিন তো মিলবেই সব
প্রেমিক রাজার দেশে।
ঝড় বয়ে যায় দোর্দণ্ড বেগে
কই সে বাঁশির সুর!  
মিলিয়ে গেল আবেগ আশা
দূর থেকে সুদূর---