জলঙ্গীর তীরে সেদিন
তোমার আমার মিলন
নীল আকাশে চাঁদের ছটায়
উদ্বেলিত মন।


পাতায় ঢাকা জোছনা মাখা
দোলনা কাঁঠাল গাছে
দুইজনেতে দুলেছিলাম
তোমার মনে আছে?


চণ্ডালিকা নৃত্য ছিল
মায়াপুরের হলে
উৎসব অন্তে অনেক রাতে
তুমি কাছে এলে----!


তোমার চটুল হাসির মাঝে
নৈকট্যের কথা
চৈতালি ক্ষণ জলঙ্গী জল
জুড়িয়েছিল ব্যথা।


জীবন চলে তারই মতো
সময় বয়ে যায়
আনন্দ সব স্মৃতি হয়ে
বুকখানি পোড়ায়।


চাঁদনী রাত জলঙ্গী ঢেউ
চৈতি দখিন হাওয়া
সবই আছে তোমার কাছে
হয়না আমার যাওয়া।