দুপাশেতে ধানের গোলা
মাঝে খেলা ঘর
সবাই যেন এক বাড়ির
কে-বা ছিল পর?


আম কাঁঠাল লিচু গাছরা
যেন গলায় জড়াজড়ি
তার মাঝেতে ঘর বানিয়ে  
কতই খেলা করি...


ভুতুম মেনি ভলু কুকুর
থাকত পাশে বসে
মিছিমিছি রান্না গুলো
খেত মনে হেসে।


পড়ার পরই খেলা খেলা
এক্কাদোক্কা ছক কেটে
মা-ঠাকুমার ডাক যেন
যেতনা কানে মোটে।


দুপুর বেলা নিঝুম হলে
মায়ের শাড়ি পরে
নৃত্য হত রঙবেরঙের
‘ওরে নতুন যুগের ভোরে’।  


আসবে কি সেই দিনগুলো
জীবনে ফিরে আর!  
যতই আসুক গ্রীষ্ম
বর্ষা শরত বাহার...