ঝিনুক নদীর পাড়ের বাতাস
উতল মনের দীর্ঘশ্বাস
কেঁদে মরে উৎসুক দুটি মন
বসে বসে কাটান সময়,আর কতক্ষণ?


চাঁদ ছুঁলো নদীর সাদা জল
আবেগে জল করে যে টলমল
দোঁহার মাঝে অনেক কিছু চাওয়া
পূরায় তো না,শুধু ব্যাকুল হওয়া।


ঝিনুক নদী সাগর মিলন চায়
আকাঙ্ক্ষিত দেহ দোঁহার দিকে ধায়
আকাশগঙ্গা দেখে যায় নিঃশ্চুপ
দিকভ্রান্ত মন-কায়ায় পোড়ে পিয়াসী ধূপ।