শিউলি সব ঝরে গেছে
আঁচল ভরে রাখি
কাল রাতে আসবে বলে
ভালোই দিলে ফাঁকি।


বকুল গুলো মাটিতে নুয়ে
করে কান্নাকাটি
স্বযত্নে রাখছি তুলে
ভরে কাঁসার বাটি।


নীলরৌদ্র এসে দেখো কেমন-
করে নাচানাচি
শালিক দোয়েল ফিঙে টিয়া
করছে চেঁচামেচি।


আমি কেবল উদাস বড়
নীলাকাশে আঁখি
এতো দুঃখ বিরহ বলো  
কার কাছে বা রাখি!


আজ গোধূলি পূর্ণ করো
তোমার আগমনে
ফুল পাখিদের সঙ্গে নিয়ে
রাত কাটাব কুঞ্জবনে।