গোধূলিসন্ধ্যা ঘনিয়ে আসে
চালতা গাছের ফাঁকে ফাঁকে
বাঁদরের দল লেজ ঝুলিয়ে
মগ ডালে বসে থাকে।
বলাকারা যায় উড়ে উড়ে
সঙ্ঘবদ্ধ ওদের জীবন
মানুষ বড় কূটিল জীব
ক্ষীণ সংকীর্ণ ওদের মন।
সূর্য ওই ডুব দেয় ঝিলে
আরক্ত বরণ তাঁর রূপ
সারাদিনের পরিশণ পরে
মিঠেল বাতাস ছড়ায় ভূপ।
আকাশ ধরে আঁধার বরণ
জ্বলে ওঠে ঘরে আলো
রাতের তমসা তবু ভালো
জীবন তমসা ঘোর কালো।