পৃথিবীতে একদল মানুষ আসে
যাদের জীবন কাটে বাজারের পোকাকাটা
শাকসবজী, মোটা চাল আর উপর ওয়ালার
নিত্য লাথি খেয়ে,
তবু ওরা বাঁচার জন্য লড়াই করে চলে ;
ওরা বাঁচতে চায় বাবুদের ফাইফরমাশ খাটার জন্য!  না কি পরিবর্তিত পৃথিবী দেখার জন্য!
জবাব আমারও নেই।


পৃথিবী থেমে থাকেনা; কালের চাকা ঘোরে
তবু ওদের ভাগ্য একই জায়গায় রয়ে যায়।
তবু ওরা পথ চলে,বসন্ত শরত দেখে;
ভোটের লাইনে ঠাঁয় দাঁড়িয়ে ভোট মারে
পূজোর ভিড়ে ফুচকা, ঘুগনি কিনে খায়
অপরিনত বয়সে মেয়ের বিয়েও দেয়--
নামাজ বা হরিনামেও মত্ত হয়ে থাকে---
কিন্তু ভাগ্যদেবীর কোন রেসপন্সই ওরা জীবনে পায় না----
যায়না কিন্তু ধনীর ভিক্ষা নিতে--
তবু ওরা গান গায়---
"বিকায়ে বিকায়ে দীন আপনারে
পারিনা ফিরিতে দুয়ারে দুয়ারে----"