কে বা এলো গেলো
কে কি পেলো না দিলো
কে কবে মনে রাখে!
দুদিনের মিছে খেলা
মধু সাথে মিলন মেলা
চলে জীবনের বাঁকে বাঁকে।


মাতা পিতা আনন্দিত
মুখে যায় অমৃত ঘৃত
শুরু হয় জীবন যুদ্ধ ক্ষেত্র
রঙ্গরস রসিকতা নিয়ে
আহ্লাদ পড়ে চুয়েচুয়ে
আসে যায় কত না বন্ধু মিত্র।


বিসমিল্লা সানাই বাজে
সম্প্রীতির খাঁজে খাঁজে
লেনদেন হয় শত প্রেম কথা  
হরসিত পুষ্প বাসর
পতি পত্নির রসের সাগর
ফুল্ললিত বসন্ত মনের সাথে মিতা।


সুখের বাসায় ঘূণ ধরে
সবুজ পাতারা খসে পড়ে
যবনিকা নামে জীবন যাত্রা রঙ্গে
ধুসর চক্ষু প্রকট স্মৃতি
গেয়ে চলে জীবন গীতি
ছাড়েনা সে চলে মৃত্যুর সঙ্গে।