যদি পারো ফিরে এসো
দু চোখের বারি ধারায় একটি মেঘনা
হয়ে গেছে,
কাকলী রা তোমার বিহনে কাঁদে
ঠিক আমার মতো
বাতাস থমকে দাঁড়ায় একবার
সুর্য মুখ টিপে হেসে মেঘের আড়ালে থাকে
পাতারা থর থর কেঁপে ওঠে
হয়তো নিঃসহায় কে স্বান্তনায় রাখবে বলে---  


হঠাৎ বৃষ্টি নেমে শীতল করতে চায়
ব্যথায় জর্জরিত বিরহিত ক্রন্দসী বালী কে,
গর্জন করে বিদ্যুৎ, তোমাকে শাসাবে বলে,
ফিরে না আসো ক্ষতি নেই,,
ভালো থেকো যেখানেই থাকো,
নিজের আনন্দ কে হারিয়ে ফেলনা
ব্যর্থ অভাগী এক অধমের কথা ভেবে---