জ্যোতিষী কে হাত দেখালাম
বঙ্গে নাম করা তিনি
অনেক আশায় লাইন পেরিয়ে
সুযোগ পেলাম আমি।


যে-ই ফিরে যায়, হাসি হাসি মুখ
তাই আমারও বদন হাস্য
জ্যোতিষ বাবু হাত নেড়ে ডাকেন
আইস্যো, মা-জননী আইস্যো।


বললেন গম্ভীর স্বরে চারটি শব্দ
"বিবাহের তিন বৎসর কষ্ট "
আজ্ঞে, তারপরে তো সুখ!
"নো নো নো, সয়ে যাবে,থাকো শিস্ট"
😊😊😊😀😀😀


(মানে, ক্লায়েন্টের সুখ কোন দিন নেই।
এটা রম্য রসিকতার কাব্য)