কাব্য আমি লিখেই যাবো
কেউ পড়ো বা না পড়ো
ছোট কবিই থাকব আমি
কখনো চাইনা হতে বড়ো।
উদাস হাবা নয়ন আমার
লোকে বলে নীলনয়নী বোকা
স্বভাব ওরা বোঝেনা গো
আমার মন যে আঁকাবাঁকা।
পুকুর পারে বসে থাকি
চক্ষু জুড়ে হাজার মেলা
প্রকৃতি-মা বুকটা খুলে
দেখায় কত মিলন খেলা।
নয়ন শুধু থাকলে হবে!
দেখার মতো মন চাই
লিখি হরিত-কাব্য প্রেমগাঁথা  
আর জীবনে কি চাই??