(আমার প্রিয় দাদা ‘সুমিত্র দত্ত রায়’-য়ের কবিতা  
‘কুঁড়ির দুটি পাতা’ কবিতাকে অবলম্বন করে আমার
আজকের নিবেদন।কবিতটি আমার দাদাকেই উৎসর্গ করলাম)


১-মহাজ্ঞানী জনের উপদেশ
  আজ হয়ে গেছে নিঃশেষ।


২-মানুষ মননে করে বাড়াবাড়ি  
   ক্ষণিক ধনে বড় অহংকারী।


৩-কি হারিয়েছে পাগল মন?  
কি খুঁজে বেড়াও অনুক্ষণ?


৪-মানবতা আজ বড় হাস্যকর
কারে ফেলে কে ওঠে উপর।


৫-মান নাই,নাম তার মানুষ
সর্বদাই স্বার্থপরতায় বেহুঁশ।      


৬-আসল ভাবনা কেউ কি ভাবে!
রবোনা আমরা একদিন এই ভবে।