যেতেই হবে যেতেই হবে
জানি জানি গো একদিন
তোমার স্নেহের ফুল গুলি
বাড়িয়ে গেল ঋণ।


মেতেই রব মেতেই রব
তোমার সুরে সুরে
রাখলাম যে বুকের মাঝে
থাকবে কি গো দূরে?  


মৃত্যু মিছিল মৃত্যু মিছিল
কেমন করে মানি!
আর কি বলি,সবই যে
মহাকালের দান-ই।


স্বর্গ কোথায় স্বর্গ কোথায়!  
মরার পরে কোথায় গেলে তুমি?
স্বর্গ ধরব হাতের মুঠোয়
শুধু দান করে প্রেম বাণী।


(গতকাল রাতে আমার বড় ননদ পৃথ্বীলোক
ত্যাগ করে অমৃত লোকে গমন করেছেন।তাঁকে এই কবিতা টি দিলাম। আমার বাড়ির অনেক লোক মারা গেছে, শোক সামলে নিতে পারছি না)