বাঁশবাগানের মাথার উপর
চাঁদ ওঠেনা আর
শোলোক বলা কাজলা দিদির
বন্ধ আজকে দ্বার।
পুকুর পাড়ে লেবুর তলে
বৈদ্যুতিন আলো জ্বলে
ধোঁয়া দূষণে ঘুম আসেনা
মনটা উড়ে চলে।
জোনাকিরা দেয়না আলো
কাজলা দিদি নেই
আম কাঁঠাল লেবুর গন্ধ
রয় কল্পনার অতীতেই।
কাজলাদিদিকে তোমরা কেন
আর না ডাকো!
কাজলাদিদি নামটি শুনে কেন
চুপটি করে থাকো?  
হ্যাঁ করা বড় অট্টালিকা
গিলতে আসে ওই…
বন্ধু,আমায় বলে দেবে
কাজলা দিদি কই?  


(‘যতীন্দ্রমোহন বাগচী’র কাজলাদিদি কবিতা
মনে পড়ে গেল আজ)