মেঘলা আকাশ কেটে যাবে
উঠবে আবার রবি
তোমার আমার দেখা হবে
ফুটবে মিলন ছবি।


পায়ে পা মিলিয়ে আবার
হাসব সবাই সুখে
প্রেমের গান গাইব বসে
মরণ দূরে রেখে।          


তুমি আমি মিলব এসে
শান্তি স্বস্তির দ্বারে
ভয়কে জয় করে আবার
ঢুকব বসন্ত বাসরে।  


এই ঝংঝা কেটে যাবেই
থাকো একটু অপেক্ষায়
মহামারী দূর হবে গো
"কাল" যে বলে যায়।      


(কালের খেলা সাংঘাতিক। সে কখনও
একই অবস্থায় এক জায়গায় থাকেনা।
তাই আমরা জিতবই)