বিদ্রোহী নজরুল গানে গানে কতবার
বলে গেছিলেন,’’সেথা রইবে নাকো
ছোঁয়াছুঁয়ির উচ্চ নিচের ভেদ
সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ’’
আমরা কি পেরেছিলাম তাঁর কথা রাখতে??
কবিগুরু বললেন, ‘মায়ের অভিষেকে এসো
এসো ত্বরা মঙ্গল ঘট হয়নিকো ভরা’’
সে ঘট-টা আজও আমরা মঙ্গলে ভরতে পেরেছি কি??
‘’বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন...’
পারিনি তো কবির সমতার আহবানে সউল্লাসে জাগতে...
কোন পূর্বসূরির কোন আদর্শকেই
আমরা কর্ণগোচর করিনি...
দারুণ অবক্ষয়ের মধ্যে আমরা কোন
ভাবে বেঁচে আছি, জ্ঞান শূন্য হয়ে;  
আসলে কোন ধর্ম বা মর্ম বানীকেই আমরা
আত্ম-অহমে মাথায় ধরে রাখতে পারছিনা...
নতুন করে অবতার-রা এই পাপ ক্লিষ্ট ভূমিতে
অবতরণ করলেও আমাদের মতিভ্রম কাটবেনা...
এটা যে মৃত্যুলোক,আমরা সেটাই ভুলে গেছি...