ভুলে যাব যাব করে কত কি যে ভুলতে পারিনি
তা তুমিও জান না;
আকাশের উদভ্রান্ত মেঘে যখন রঙ লাগে,
সে রঙের ছবি টি আজও কি মনে আছে?  
বোস-দের ঝিলের দিগন্ত রেখা,যেখানে আকাশ
ভেঙে পড়েছে জলে ; তোমার আমার গল্প হত
জলে নুয়ে পড়া একটা আম গাছের ডালে---
তোমাকে জাপটে ধরিনি বলে, তুমি আমাকে নিয়ে
জলে ঝাঁপ দিয়েছিলে; মনে পড়ে সেই কথা?  


দেখ, দিন ঠিক চলে যায়, তার নিয়ম মেনে,  
কিন্তু মনের কোণের ভাসা ভাসা স্মৃতি কে তোমার মতো ভুলব ভুলব করেও ভুলতে পারিনি প্রিয়।
যেখানেই থাকো, স্মৃতি কে স্মরণে রেখো----
নামটি আমার না মনে রাখলেও অভিযোগ নেই ;
শুধু স্মৃতির পাতায় আল্পনা দিয়ে যেও,
যে গোলাপ টি দিয়েছিলে আজ শুখনো ;তবু রেখেছি
তাকে তপ্ত অতৃপ্ত বুকের মাঝখানে---
মন বলে, একদিন তোমার দেখা পাবই----
জীবনে নাহয় মরণের কালে দেখে যেও প্রিয়াকে
যত যন্ত্রণা হোক, যত কষ্টই হোক--
ললিত হৃদয় তোমাকে চিনে নেবেই।