দুষ্ট আর শিষ্টর
ভালো আর মন্দের
হিসেব রাখে কে?
নেপথ্যে বিচার চালায়
মন তাঁকে ধরিয়ে দে।


ভালো কাজের ফল
ভীষণ ভীষণ বিরল
মন্দ কাজে দ্রুত,
এমন ঠকবাজিতে
সে কেন আপ্লুত?  


দীন পায়না ভাত
নির্ঘুমে কাটে রাত
গ্রীষ্ম বর্ষা মাথায়,
তাদের প্রতি নির্মম সে
নাম রাখেনা খাতায়।


কি বোলছ!সে ভগবান!  
পৃথ্বী মাঝে নেই স্থান!  
দেখনি কেউ তাঁকে?
মন দেখেছে ওঁকে বহুবার
গরীব মারার ফাঁকে।  


(আজকের কবিতা টি আসরের সম্মানিত
এবং জনপ্রিয় কবি "ফারহাত আহমেদ"কবি বন্ধু কে উৎসর্গ করলাম। তাঁর কবিতার আমি একজন সুপাঠক)