মনটা পরিযায়ী
গগন পানে চাহি
দেহ শয্যাশায়ী  
কর্ম কি শুধু দায়ী!  


শরতের আকাশ
বৃষ্টি বন্যায় দীর্ঘশ্বাস  
দোলে ভিজে কাশ
ফাঁকা বুকটা উদাস।


যার কিছু নেই
সুখী আজ সে-ই
খুশি সবেতেই
চিত্ত তার ধেইধেই।


আছে প্রাচুর্য যাদের
দরাজ হাত নেই তাদের
জীবন অতীব স্বাদের
ভাষণ উচ্চ নাদের।


আসে "মা " প্রতিবার
নয় প্রতিবাদে জোরদার
সন্তান অনাহারে ছারখার
দয়াময়ী নাম তাঁর---