‘ওদের দোষ একটাই--  
‘ওরা’ খাদ্য বস্ত্র চায়
চায় মাথা গোঁজার ঠাই...
অনেক কায়ক্লেশে কারো তা জোটে
আবার কারো জোটেই না;
ওরা মাথার ঘাম পায়ে ফেলে
চলে চরৈবেতির প্রশস্ত পথ...
কেউ শ্রীঘরে পচে,কেউ বৃদ্ধাশ্রমে;
ওই দুটো অন্নের প্রত্যাশায়...  
যাদের সব জোটে তাদের আবার
শান্তি মেলেনা এক ফোটাও...
কেউ ধুকে মরে, কেউ ভুগে মরে;
এভাবেই জীবনের লড়াই করতে করতে
ফুরিয়ে আসে একদিন পরমায়ু...


হায় অনন্ত! তবে কেন এই জীবনে?
কেন বারবার প্রপঞ্চময় পৃথিবীতে ঘোরা?
কেন মিলন আসর! কেন ফুলের বাসর!
কেন সারা জীবনভর শুধু সংগ্রাম?
হে পরম প্রিয়...
অনুসন্ধিৎসু-ময় চিত্তে উত্তরের আশায় রইলাম...