এক আকাশ লিখব বলে একটা কলম চেয়েছিলাম--
আকাশ কাছে আসলনা, কলমও একটা কেউ দিলনা।


অনন্ত কে ভালোবেসেছি বলে , অশেষ আমার সাথে কথা বললনা--
প্রেমও কাছে ঘেঁষলনা।


জগৎ কে ভালোবাসি বলে, দেশ আমাকে বিমুখ করল সব কাজে--
দেশের কাজ আর হলনা।


একদিন চোখ ছিল, সবই দেখতে পেতাম
আজ চক্ষু যুগল ঝাপসা
নোভেল লিখতে কেউ আর আদেশ দিলনা।


ভেবেছিলাম, যেখানে চাওয়াপাওয়া নেই,
সেই সম্পর্ক খুব ভালো,
হায়,একজনও কেউ আমার খবর নিলনা।


(একটা ফালতু কবিতা লিখলাম, তবে আপনাদের কমেন্ট না দিলেও হবে। আশা করি কুশলে আছেন সবাই।)