তোমার তীব্র আঘাত সহ্য করেও
বলছি ভালো আছি
মৃত্যু নয়, তবু থাকি মৃত্যুর কাছাকাছি।


তোমার ব্যঙ্গ প্রতি পদে পদে দেখি,
দেখি ক্রূর কুটিল হাসি
পরোয়া করিনা,ব্যঙ্গ বিদ্রুপ আজ বাসী।


তোমার আশীষ করুণা পাইনি কখনও
আনন্দে পথ চলি
কথা তুমি একটা বলনি,আমি একাই বলি।


একা ব্যথিত বুকে থেকেছি আঁধারে
দাওনি একটু আলো
পাঁজর জ্বলে দূর হয়েছে তমসার কালো।


আজ তোমার করুণা স্নেহের ধার ধারিনা
নিজ গুনেই হবো জয়ী
তুমি না বাঁচালেও, হবো চির মৃত্যুঞ্জয়ী।