নিন্দুক কি বলল
তার ধার আর ধারিনা
মুখে এক বুকে আর এক
তারে দুই চোখে দেখিনা।


বলে,ভালো মন্দ
সে লোকটা কে?
মন্দ বিচার সেই করে
নিখুঁত মন্দ যে।


পান্তা খেয়ে বিরিয়ানি চাল
আমার বাপু সয়না
সৎ বন্ধু অনেক আছে
দুষ্ট কে কাছে চাইনা।


যার প্রাচুর্য, সে আরও চায়
এই জগতের হালচাল
অসহায় লোক কিচ্ছু না পেয়ে
দোষে ভাগ্য আর মহাকাল।