বাস কন্ডাক্টর- ভেতরে যান, সিট আছে--
ভেতরে ঢুকে হতাশ--


গোয়ালা-- এক টিপ জল দেইনি দুধে---
কিন্তু দুধের রঙ নীল---


ময়রা- সব আজকের মিষ্টি, বাসী মিষ্টি বিক্রি করি না---
খাওয়ার পর টক লাগে---


পাত্রীর মা-- মেয়ে সব জানে--
বিয়ের পরে, ভাত উপুড় করতেও পারে না।


পাত্রর মা-- ছেলের কোন নেশা নেই, বদভ্যাস তো নেই-ই---
বিয়ের পরে দেখা যায় নেশা করে ঘরে ঢোকে--


বউ-- তোমার থেকে ভালো সম্মন্ধ আমার এসেছিল।
করোনি কেন? হরোস্কোপে মেলেনি---


বর-- আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না,
করলে কেন? মায়ের কান্নাকাটি তে।


প্রেমিক-- আমি তোমাকে ছাড়া বাঁচব না--
আরও তিনটি বান্ধবী পিছনে ঘুরছে--


বন্ধু-- তেরে বিন মেরা কুছ ভি নহি---
ছ মাসের মধ্যে বন্ধুত্ব খতম---


মেয়ে-- না প্রেম নেই আমার--
ফোনে সদা গুজুর গুজুর---


ছেলে-- দূর, এমনই ঘুরছি, বিয়ে করবো না কি!
পরের বছর সেই মেয়ে নিয়েই ঘরে ঢোকে--


কবিতা-- ভালো না হলেও, খুব সুন্দর!
আসলে হয়তো পাগলের প্রলাপ--


কবিতার আসর-- কবিতা লিখলেই সাথে সাথে পোস্ট।--
সব থেকে সত্যি--