রাতে ঘুমিয়ে কি,আর না ঘুমিয়েই বা কি!
তাই অভিলাষী মন চন্দ্র কে খোঁজে
রাতজাগা পাগল মনকে কে আর বোঝে?  


যাকে ভালোবাসি বলে ধ্যান করি সারাক্ষণ
কই,সে তো একবারও আসেনা!
ভালোবাসে অনেককেই,তাই মনে রাখেনা।


পেঁচাদের দেখি গোল্লা চোখে দেখতে
জানিনা শিকার পায় কি না
দিনে নয়,ওদের রাতের যত বাহানা।


তারা গ্রহদের একেক বার দেখি ঢুলতে
কাছে ডাকি" হ'রর গল্প" বোলব বলে
একটু তাকিয়েই ভয় পেয়ে যায় চলে।


সৌরজগতে কত নক্ষত্র বিলীন হয়
সূর্য না কি কোন খবর রাখেনা
সারাদিন ঘেমেনেয়ে পেপার নাকি সে পড়েনা।