"অবাক পৃথিবী অবাক করলে তুমি "
জন্মেই দেখি কূটিল জগৎ ভূমি।
অবাক পৃথিবী আমরা যে বিবেকহীন
অবাক কি দ্রুত বাড়ে দরিদ্র দীন।
"অবাক পৃথিবী অবাক করলে আরও
দেখি এখানে দয়া নেইকো কারো।
" অবাক পৃথিবী অবাক যে বারবার"
দেখি সব দেশে দুরারোগ্য ব্যাধির কারবার।
অবাক পৃথিবী আমরা নৈরাজ্যে করি বাস
প্রতিবাদ কাঁদে,দেখে অমানুষ বলে সাবাস।
এই জগতে এসে প্রেমের লাথি খেলাম
অবাক পৃথিবী তোমাকে হাজার সেলাম।  


(আমার মতো নিরুপায় অক্ষম কবিকে ক্ষমা করবেন সুকান্ত ভট্টাচার্য)