কবিতার কি "ক" ও বুঝি!
তবু কবিতার চেষ্টা
অর্থহীন ছাইপাঁশ লিখে
আবোলতাবোল দাঁড়ায় শেষটা।


মনে যা আসে তাই যদি হত
কবিদের মতো কবিতা
আমিও দিতাম খাতায় ভরে
যা আছে অজ্ঞান  সবই তা।


"পদ্যতে দিঘি" হয়নি এখনও  
তবু ভাই-রা বলে পদ্য-দি
মগজে হাজার গোবর চিন্তা
দৌড় খিড়কি অবিধি।


যদি কবি হতে পারি তবে,  
কাব্যে কাব্যে হবে কথা
কবি কবি কয়ে আর দিওনা হে
কাব্যের বুকে ব্যথা।