আকাশ যখন কথা বলে
চুপ করে শুনে যাই
গাছ যখন কম্পন হীন
মনের কথা শোনাই।


চাঁদ যখন মিঠেল হাসে
নিজেও অনেক হাসি
সরবেই গাইতে থাকি
‘তোমায় বড্ড ভালোবাসি’।


ঝিলটা যখন টলটলে হয়
দেখি নিজের কায়া
পাশেই দেখি হাসছে যেন
কাব্য-বন্ধুর ছায়া।  


মনের দুয়ার বন্ধ সবার
জীবন বদ্ধ কর্ম-খাঁচায়
গতানুগতিকতায় ভুগছি সবাই  
কে কাকে আর বাঁচায়?


তবু কিছু কাব্য কথায়
চলে ভাবের বিনিময়
বন্ধুর হাসি ফুটুক ঠোঁটে
হোক কবিতার জয়।



( কবিতার জন্যই বিশেষ করে আমরা কবিরা আনন্দে
মেতে থাকি। অনেকে কবিতা লিখতে পারেননা, কিন্তু ভালোবাসেন
ভাবের বিনিময় হলেই জীবন সমৃদ্ধ হয়)