(১)  
তুমি যেন প্রেমের কেষ্ট ঠাকুর
আমি সেই ভালোবাসাতেই ভরপুর
যদি হই কলির রাধা!
থাকবে আমাতে বাঁধা?
হবোনাকো মোরা কীট, প্রেম-জীবাণুর।
      
       (২)
লোকে বলে যুগের নাকি হবে শেষ
দেখা যায়নাকো তার কোন রেশ!
দমেনা জগতের দুষ্টরা
কষ্ট পায় শুধু শিষ্টরা
ত্রিকালদর্শীরা বলেন, বেশ বেশ বেশ।