"বছর বছর মাতৃ পূজার
করে যাস অভিনয়"
নিরালায় মা কে ধরে নিয়ে
করিস মাতৃ যোনীর ক্ষয়।
দাসীর মতো খাটাস মা কে
চিরকাল মা রয় নিশ্চুপ
চিন্ময়ী মা-র মুখে থুথু ফেলে
মৃন্ময়ীর মুখে দিস ধূপ!
মনে করে দ্যাখ দশ মাস ছিলি  
এই সকল মায়ের গর্ভেতে
মা-র বুক ভরে উঠত জানিস
অজানা অখিল গর্বেতে!
রোদ জল ঝড় মাথায় করে
মা যায় অফিসেতে
ঘরে ফিরে আবার ঘরকন্যা
তোর সংসারই সুখে রাখতে।
তোকে মানুষ করতে মা দিল
সুখ শান্তি আনন্দ বিসর্জন
তাঁর ঠিকানা রাখলি রে তুই
অজানা অচেনা বৃদ্ধাশ্রম!!!