পিছন ফিরেই তাকাতে চাই
যদি তোমায় একবার দেখতে পাই।

আবার ছেলেবেলা কে কি পাব!
নাহয় সকল ভুলকে শুধরে নেব।

প্রেম, সেতো বারবার কত ভাবে আসে
শুধু তুমি থেকে যাও মনের পিয়াসে।

কত ডাকলাম প্রভু, তুমি তো এলেনা!
কি ভাবো! ভক্তের প্রেম বড় খেলনা!  

করোনা, সাইক্লোন, কেন গো বারবার?
একবারেই প্রাণীকূল করো না সাবাড়!