ক্লান্ত ধুসর উষ্ণীষ ধরণীর মাটি
অনেক কাঁটা ভরা পথ হেঁটে হেঁটে,
নির্লজ্জ বেহায়া মন আরও নিতে চায়
একদম চেটেপুটে---


জীবন কারো কারো এমন হয়
ভাবিনি কোন দিন কখনো,  
আঘাত পেয়েও প্রেমের প্রজ্জ্বলিত শিখা  
নয় একবারও নেভান।


জীবন তো জীবন নয়,আর-
ভাগ্য এক মেলার নাগরদোলা,
ওঠায় নামায় কাঁদায় হাসায়
খেলে চলে লোকচক্ষুর আড়ালের খেলা।