আবার কবে দেখা হবে তোমার সাথে
এই পাখপাখালির ফুল ফোটা প্রাতে
এই যে মোদের মিলন মেলার খেলা
এই যে মোদের প্রতি প্রাতকালে মেলা
দোঁহে ভাবি শুধু কখন আসবে ভোর
কখন সূর্য ছটা রাঙিয়ে দেবে দোর  
ভাবি দোঁহে কখন মিলব নীল জলে
হিল্লোল উঠবে কখন পায়ের মলে!


জানি একদিন হবে সব মিছে স্বপ্ন
তৃষা বক্ষ হয়ে যাবেই নিমেষে ভগ্ন
আজ যা আশা কাল হয়ে যায় তা মিছে
এগিয়ে গেলে ততই ফিরে আসি পিছে
স্বপ্ন দিয়ে রাঙান সবার মন প্রাণ
দুঃখটাই পেতে হবে বিধির বিধান।


(রবীন্দ্র সনেট)