মনে রেখো, হার মানিনি তোমার কাছে
যে, ‘হার মানাহার পরাব তোমার গলে’
মিলন সুখও চাইনা ছলে বলে কৌশলে।


গভীর অতলের খোঁজ তুমি তো রেখেছিলে
প্রেমে কোন অন্যায় নেই, বেকসুর আমি
তুমি উদাস হলেও, ঠিক জানেন অন্তর্যামী।


অবহেলা করিনিতো,সঙ্গিনী হবো কজনের?  
বোলছ,আমি অপমানিত হবো তাঁর কাছে?
বিশ্ব প্রেমে মেতেছি, সর্ব প্রেম কি মিছে?


সজ্ঞানে পাপ করিনি কখনও প্রিয়তম
পাপের ফলেরও তাই ভয় করিনা আর
জেনো,মিলন-হীন প্রেমই কাব্য রচে দুর্বার।