শৃঙ্খলায় পীপিলিকা
একতায় কাক
বিশ্বস্ততায় সারমেয়
মানুষ তুই দ্যাখ---


স্বচ্ছতায় পায়রা
শ্রমে থাকে ঘোড়া
সম্যতায় মৌমাছি
মানুষ কুড়েমিতে মোড়া।


গুটি পোকা শান্ত
প্রজাপতি সুন্দর
মানুষ সুশ্রী হলে
না দেয় লোককে কদর।


চালাকি কোকিলের
ঘর বাসা নাই
আসক্তিহীন ওরা
নেই বিত্ত বালাই।


শান্তি তে সব পাখি
কলহে মানুষ
জ্ঞান থেকেও পাপী ওরা  
নেই মানের হুঁশ।