রাজ প্রাসাদের দাম কি আছে
মানুষ না থাকে যদি!
কলকলানিতে কী মধু গো
সাগরে যদি না মেলে নদী!


স্বামী স্ত্রীর যত মিল থাক
না থাকে যদি সন্তান
সব মিলনই বাসী হয়ে যায়
কি রয় তার অবদান?


জগতে চক্ষু তো সবার আছে
কজনের দৃষ্টি দেখার?
আত্মা একটি সকলের আছে
সাহস নেই মিলবার।


দরাজ বুক তো সবার আছে
আসুক দেখি সকল কাজে!
সব কষ্ট ঘুচিয়ে দিয়ে
থাকুক দেখি বুকের মাঝে----