ভাব মিলে যাক কবির উদাস মনে
কাব্য মিলুক সমাজের ঘটনার সনে।


খাল বিল মিলুক নদী গঙ্গায়
নদী মিলে যাক সাগরের মোহনায়।


স্মরণ মিলে যাক বুক মাথার মাঝারে
স্মৃতি পড়ে থাক সাদা খাতার উপরে।


ব্যথা মিলে যাক অজানার উদ্দেশে
হাসি মিলুক জীবনের সকল দুঃখ ত্রাসে।


মানবতা মিলুক জগতের প্রাণী মানুষে
প্রেম মিলে যাক ফুল ফোটা প্রত্যুষে।