কে আমাকে আনল ডেকে কুঞ্জছায়ায়!
গোলকধামে এসেছি কি পথ ভুলে!
বড় শিহরন লাগে সর্ব অঙ্গন তলে  
স্বপ্নিল লাগে যা দেখি নয়ন মেলে।


এ যেন এক মন ভরান বিস্ময়  
বিশাল আঁখি গগনচুম্বী দীর্ঘাঙ্গময়
‘এ’ কি আসে রোজের সুনিদ্রায়!
উদাসী পাগল মনটা করতে জয়?


সজল স্থির চক্ষু ঢুলে পড়ে ভূমে    
তাঁরে সমর্পণের বিনীত অভিপ্রায়
ওষ্ঠ যেন থরথর কম্পন বহায়
অধরের ভাষা অব্যক্তই থাকে হায়!  


‘সে’ই খোলে চঞ্চু কতশত কথায়
কাননের পুষ্প তুলে দেয় মাথায়
মধুর হাসে ‘সে’ অ-প্রত্যাসায়
‘ভালোবাসি’ লাখো চুম্বনে বলে যায়।