ভরা বরিষণ কালে তোমার কাছে
চেয়ে গেছি মাত্র একটি কদমফুল
বার বার তুমি ঠুনকো পার্থিব ভেবে  
ঐশী যাচনাকে করে গেছ প্রিয় ভুল।
এখনও সন্ধ্যা নামেনি প্রণয় সরণিতে
বসে আছি একা স্মরণের ডালি হাতে
বাদল বেলাতেও চিকন রোদ ওঠে
এসো নাচি দোঁহে মিলন-মাদলেতে।


বরিষণ থেমে যাবে জানি একদিন
বেজে যাবে চিরকালই  প্রেমের বীণ  
নিশিগন্ধার ঝিরি বৃষ্টি মুখর রাতে
ডাহুক ডাহুকীর একান্ত মিলনেতে
আকাঙ্ক্ষিত কদম থাক মন-ফুলদানীতে
চিত্ত শীতল হোক নব নবীন বরষাতে।