দুবাহু প্রসারিত
বুকখানি উৎসুক
ওই বুঝি আসে সে
প্রাণ ধুকপুক।

ওই বুঝি বাঁশি বাজে
তমালের তলে
কুঞ্জ কুটিরে কি
আলো কেউ জ্বালে!

ঝিরিঝিরি বর্ষায়
ভিজে মিঠে রাত
সত্বর এসো না গো
নিঠুর প্রভাত।

একলা বিরহীনি
যমুনার পারে
নিশিগন্ধায় ক্রন্দসী
রাগ মল্লার ধরে।  

সে আসে মন্থর গতি  
মুখে সুমিষ্ট হাসি
কোন জন বলে না
তাঁরে ভালোবাসি???