মনে পড়ে সেই আষাঢ়ের
বাদল রাতের কথা
কখন যেন ঘুমিয়েছিলাম
রেখে তোমার কোলে মাথা।


পঞ্চ শ'রে বিঁধলে তুমি
কোমল কায়া খানি
মহিমা যে তার,কী অম্ল মধুর
মর্মে মর্মে জানি।  


নীল নবঘন আষাঢ় যামিনী
চাঁদ তারা হীন অম্বর
তোমার কাম সুধাময় চটুল হাসি
কাঁপাল দিগম্বর।


বকুল কামিনী দোলা দিয়ে গেল
সিক্ত শয্যা প'রে
পঞ্চ শ'রের নব শিহরণ  
চলল সুপ্তি ঘোরে।


আজকে তুমি কোথায় আছো?
খবর রাখিনি আর
যদি জিজ্ঞাসা করো,কেন এ ভুল!
বোলব,এ দোষ যে আমার।  

যদি পার ফিরে এসো প্রিয়
দহন বক্ষ মাঝে
তোমার গাওয়া সপ্ত সুরই
মুখর কর্ণে বাজে।