চোখের জলে সাঁতার কেটেছ?
মুখে গেছে বন্ধু, নোনা জল?
মণির নীলে স্বপ্ন দেখেছ কত?
আরকি দেখায় কনীনিকা-উজ্জ্বল?


সাগরে তো স্নান করেছ!
নোনাজল খেয়েছ অনেক?
মুক্ত কুড়িয়েছ কত তুমি?
জীবন যে হল অর্ধেক।


মনে রেখো, ‘অশ্রু-মুক্ত’  
ঠিক যেন হীরক সমান
তার মাঝেই যত দ্যুতি
দৃষ্টিতে দিও,তারে প্রতিদান।