মনে রেখো,বুদ্ধি সহজাত
বিদ্যা পুঁথিগত
মন সদা চঞ্চল
দয়া প্রেম হৃদ-জাত।  


সদা অপমানিত হয়
মন যার খুব ছোট
পরকে খর্ব করতে গিয়ে  
নিজে হয় সদা খাটো।


যতদিন স্বজ্ঞানে থাক বাক-জ্ঞান
বাক-দেবীর চরণে এই নিবেদন।  
অহমিকায় যেন নাহয় উঁচু শির
জ্ঞানীর কাছে যেন সদা থাকি ধীর।