ভালো কাজ করিনি কিছু
তাই কখনো মনে না রেখো
স্মৃতির জানলা বন্ধ করে
গুণহীন-কে  ভুলে থেকো।  


কোনদিন গান শোনাতে পারিনি
তুমি গেও সেদিন ব্যথাতুর গান
তোমার সুরের রাগিণী ধারায়  
অতৃপ্ত আত্মা করবে স্নান।


বন্ধু ছিলাম আমি কোনদিন
কালের নিয়মে ভুলে যেও
শুখনো ফুলের মালার মতো
স্মরণ-ডালিকে ভাসিয়ে দিও।


কত ফুলই তো ফোটে তরুতে
সবাই পায়কি ‘তাঁর’ চরণ?
অনেক আকুতি বুকে রেখে
ধূলিতেই হয় তার মরণ ।


জগতে শুধু আসা আর যাওয়া
কজন থাকে প্রেম-শান্তির সুখে?
তবুও জীবন, তবু ভালোবাসা
তবু ফিরে আসা পৃথিবীর বুকে।


আমি ফিরে আসতে চাইনা
মনের মানুষ যদি না পাই
আত্মা আমার হাসবে নভে
‘তাঁর’ পদেই নেবো চির ঠাঁই...