চোর, চোর বটে পেটের জ্বালায়
ধনীও চোর জেনো,শুধু স্বার্থে ধন জমায়  
দীন কে না দিয়ে, একা একা খায়।


মনে রেখো, আত্মা কিছুই চায়না
সবই মনের রকমারি বাহানা
নিজের ভুল ধরো, সমুখে রেখে আয়না।


একদিন যেতে হবে জগতের কিচ্ছু না ধরে  
কেন মিছে পাগল হলে আমার আমার করে!
ওই দেখো কাঁধে মৃত,যায় সব কিছু ছেড়ে।